Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

1. পেনশন নিষ্পত্তিঃ গ্রহীতা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে আবেদনপ্রাপ্তির ৩-৭দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়/আপত্তি দিয়ে উপজেলা শিক্ষাঅফিসে প্রেরিত হয় অথবা প্রযোজ্য ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণকরা হয়। 2. জিপিএফঃ গ্রহীতাযথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে আবেদন প্রাপ্তির ৩-৭ দিনের মধ্যেমঞ্জুরী প্রদান করা হয় বা আপত্তি দিয়ে উপজেলা শিক্ষা অফিসে প্রেরিত হয়। 3. পিআর এলঃ গ্রহীতা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে আবেদন প্রাপ্তির৩-৭দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়/আপত্তি দিয়ে উপজেলা শিক্ষা অফিসে প্রেরিতহয় অথবা প্রযোজ্য ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। 4. পরীক্ষার অনুমতিঃ অনিয়মিতভাবে(প্রাইভেট) উচ্চতর শিক্ষার জন্য গ্রহীতা যথাযথকর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে এবং আবেদন যথাযথ হলে আবেদন প্রাপ্তির৩-৭দিনের মধ্যে ভর্তি ও পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে অনুমতি দেয়া হয়। 5. ঋণমঞ্জুরীঃ বাজেট প্রাপ্তি সাপেক্ষে গ্রহীতা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনকরলে আবেদন প্রাপ্তির ৩-৭দিনের মধ্যে কম্পিউটার/গৃহ নির্মাণ/ মোটর সাইকেলইত্যাদি ঋণ মঞ্জুরী প্রদান করা হয়। 6. শিক্ষক বদলীঃ শিক্ষক যথাযথকর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে আন্তঃ উপজেলাবদলী ও প্রশাসনিক বদলীর প্রয়োজন হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারেরসুপারিশের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ৩-৭দিনের মধ্যেবদলীর আদেশ জারী করা হয়। আন্তঃ জেলা, আন্তঃ বিভাগ বদলীর আবেদনসমূহপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়।7. বি এড/সি-ইন-এডঃ সি-ইন-এড প্রশিক্ষণবিহীন শিক্ষককে ১ বছরের প্রশিক্ষণেডেপুটেশনে পিটিআই কুড়িগ্রাম প্রেরণের জন্য উপজেলা শিক্ষা অফিসারগণকে নির্দেশদেয়া হয়। বি এড/সি-ইন-এড পাশের সাময়িক/মূল সনদসহ আবেদন করলে আবেদনপ্রাপ্তির ৩-৭ দিনের মধ্যে উচ্চতর স্কেল প্রদান করা হয়। 8. বিনামূল্যেপাঠ্যপুস্তক বিতরণঃ উপজেলা শিক্ষা অফিস হতে চাহিদা প্রাপ্তির পর প্রাথমিকশিক্ষা অধিদপ্তরে পাঠ্যপুস্তকের চাহিদা প্রেরণ করা হয়। সে অনুযায়ীপাঠ্যপুস্তক বরাদ্দ প্রাপ্তির পর শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্যবিদ্যালয়ে প্রেরণ করা হয়। 9. প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষাঃ পরীক্ষার পূর্বদিনপর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডি.আর এ তালিকাভুক্ত করা হয়। 10. পদোন্নতিঃ সহকারি শিক্ষকদেরপদোন্নতির প্রস্তাব উপজেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয়যাচাই বাছাইয়ের পর পদায়নসহ পদোন্নতির আদেশ জারী করা হয়। 11. টাইম স্কেল ওই-বি ক্রসঃ সন্তোষজনক বার্ষিক গোপনীয় রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে টাইম স্কেলও ই-বি ক্রস প্রদানের আদেশ জারী করা হয়। 12. উপজেলা শিক্ষা কমিটিঃ উপজেলাশিক্ষা কমিটি পূর্নগঠনের পর প্রজ্ঞাপন জারী করা হয়। 13. অভিযোগ তদন্তঃপ্রাপ্ত অভিযোগসমূহ গুরুত্বের সঙ্গে গ্রহণপূর্বক যত দ্রুত সম্ভব তদন্ত করেবিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। 14. বিভাগীয় মামলাঃ নানা অনিয়মের কারণেশিক্ষকগণের বিরুদ্ধে বিভাগীয় মামলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃর্কদায়ের করা হয়। বিচারাধীন এসব মামলা বিভিন্ন প্রক্রিয়ার পর জেলা প্রাথমিকশিক্ষা অফিসার কর্তৃর্ক নিষ্পত্তি করা হয়। এছাড়াও সর্বসাধারণের কোন চাহিততথ্য যথা সম্ভব দ্রুততার সাথে প্রদান করা হয়।